Wellcome to National Portal

মৎস্য বীজ উৎপাদন খামার, ভোলা সদর, ভোলা এর তথ্য বাতায়নে স্বাগতম। ডানপাশে আমাদের যোগাযোগ মাধ্যমের লিংক দেয়া আছে, ক্লিক করে ভিজিট করতে পারেন। ধন্যবাদ।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

মৎস্য বীজ উৎপাদন খামার, ভোলা সদর, ভোলা এর সংক্ষিপ্ত বিবরণ


চারদিকে নদী বেষ্টিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে  ভরপুর বাংলাদেশের  বৃহত্তম দ্বীপজেলা ভোলা। এরই প্রাণকেন্দ্রে অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য বীজ উৎপাদন খামার, ভোলা। খামারটির মোট আয়তন ৪.২ হেক্টর এবং জলায়তন ১.৮৫ হেক্টর। নার্সারি পুকুর, লালন পুকুর ও ব্রুড মজুদ পুকুর নিয়ে খামারে ছোট বড় মোট ১৫টি পুকুর রয়েছে। কয়েক দশক ধরে অনগ্রসর দক্ষিনবঙ্গের মৎস্যচাষীদের নিরলস মৎস্যচাষ সম্প্রসারণ সেবা দিয়ে আসছে এ খামারটি। বিগত কয়েক বছর যাবৎ খামারটি মৎস্য অধিদপ্তরের ব্রুড ব্যাংক স্থাপনা প্রকল্পের অধীনে থাকায় একটি উন্নতজাতের ব্রুড স্টকের সংগ্রহ গড়ে উঠেছে এখানে। এটা অত্যন্ত গর্বের বিষয় যে, ওয়াল্ডফিশ সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও হ্যাচারী ব্রুড সংগ্রহ করেছে এখান থেকে। খামারটিতে সল্প পরিসরে একটি হ্যাচারী চলমান রয়েছে, যেখান থেকে উৎপাদিত গুনগত মানসম্পন্ন রেণু ভোলার মৎস্য চাষীদের রেণুর সংকট বেশ খানিকটা পূরণ করতে সক্ষম হয়েছে। এছাড়া প্রতি বছর ২০ জন মৎস্যচাষি, নার্সারও পোনাচাষিদের কার্পজাতীয় বিভিন্ন মাছের আধুনিক চাষ প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় মৎস্য অধিদপ্তরের জনবল সংকট দূর হলে অদূর ভবিষ্যতে মৎস্য সেক্টরের একটি উজ্জ্বল প্রতিষ্ঠানে পরিণত হবে এ খামারটি।

ভিডিও ম্যাপ


আশ্রায়ণের অধিকার শেখ হাসিনার উপহার




অন্যান্য ভিডিও


 


অবস্থান মানচিত্র

বৃহত্তর ম্যাপ দেখু